Trade via Sundarbans risks
বাংলাদেশি জাহাজের আনাগোনা বেড়েছে সুন্দরবনে, পরিবেশ ও নিরাপত্তা নিয়ে চিন্তায় স্থানীয়েরা
সড়কপথে বাণিজ্য বন্ধ থাকায় বাংলাদেশি জাহাজের ভিড় বেড়েছে সুন্দরবনের নদীগুলোয়।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ২০:১৮
১৭ মে থেকে সড়কপথে বাংলাদেশি পণ্য ঢোকা বন্ধ। জলপথে কলকাতা বন্দর পৌঁছতে তাই সুন্দরবনের নদীই ভরসা। এই পরিস্থিতিতে সুন্দরবনের পরিবেশের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়েরা। রয়েছে জাতীয় সুরক্ষার প্রশ্নও।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)