ছোটবেলা থেকেই লেখালেখিতে হাতেখড়ি। ৭৭ বছর বয়সী কর্নাটকের বাসিন্দা এ বার বিশ্ব সাহিত্যে জায়গা করে নিলেন। বানু মুস্তাক। একাধারে লেখিকা, আইনজীবী ও সমাজকর্মী। কবিতা, প্রবন্ধ সব ধরনের লেখাতেই স্বচ্ছন্দ। তবে পছন্দ ছোটগল্প। বানু মুস্তাকের ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’। যার অনুবাদক দীপা ভাস্তি। দু’জনেই ২০২৫ সালের বুকার পুরস্কারে সম্মানিত।