বিশ্বের সবচেয়ে উঁচু ন’টি শৃঙ্গে পা রেখে ফেলেছেন এর মধ্যেই। কিন্তু পিয়ালিকে কি এটুকুতেই থামানো যায়। পাঁচ ফুট এক ইঞ্চির মেয়ে এ বার অসাধ্য সাধন করতে তিব্বতে পাড়ি দিয়েছেন। যে মাকালুকে আজ পর্যন্ত কোনও মেয়ে শীতকালে জয় করতে পারেননি, সেই পাহাড়চূড়াতেই পা রাখতে রওনা দিয়েছেন পিয়ালি বসাক।