বিধায়কশূন্য দলের জন্য ২৯টি আসন? চমক এখানেই। শুধু খাতা খোলাই নয়, বিহার নির্বাচনে চিরাগ পাসোয়ানার দলের ঝুলিতে এসেছে ১৯টি বিধানসভা। এনডিএ জোটে এখন তৃতীয় বৃহৎ শরিক রামবিলাসের লোক জনশক্তি পার্টি। এমন অভূতপূর্ব সাফল্যে চিরাগ শুধু নরেন্দ্র মোদীর আস্থাই জেতেননি, সংসদীয় রাজনীতিতে অর্জন করেন বিরোধীদের সমীহ।