বিহারে ভোটের অঙ্ক বদলাতে পারে পিকে-র জন সুরাজ। মনে করছে রাজনৈতির মহলের একাংশ। নির্বাচনের মুখে, সেই তাঁর দলেরই প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের ঘটনায় নড়েচড়ে বসেছেন প্রশান্ত কিশোর। আসন ভাগাভাগি নিয়ে সংঘাত ‘মহাগঠবন্ধন’-এর অন্দরেও। সব মিলিয়ে ভোটের বিহারে ঘটনার ঘনঘটা।