বিহার ভোটের আগে চর্চায় আধার কার্ড— নাগরিকত্বের প্রমাণ না, কিন্তু ভোট দেওয়া যাবে কি?

ভোটের আগে ভোটার তালিকায় ঝাড়াই-বাছাই। বিশেষ নিবিড় সমীক্ষায় লক্ষ লক্ষ নাম বাদ। বিহারের ঘটনায় অশনি সঙ্কেত বাংলায়!

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৬
Share:
Advertisement

বিহারে বিধানসভা ভোট। তার আগে তালিকা সংশোধন। এই কাজে ১১টি নথির উল্লেখ করে নির্বাচন কমিশন। পরিচয়পত্র, জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র কিংবা সরকারি পেনশনের নথি— এর যে কোনও একটি ভোটারদের দেখাতে হবে। নথির তালিকায় আধার কার্ড অন্তর্ভূক্তি করতে বিজেপি বিরোধীরা সুপ্রিম কোর্টে আবেদন জানায়। কিন্তু নাগরিকত্বের জন্য আধার কার্ডের মর্যাদা বৃদ্ধির আবেদন খারিজ করে শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়ে দেয়, ‘আইনের ঊর্ধ্বে গিয়ে আধারের মর্যাদা বৃদ্ধি সম্ভব নয়।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement