প্রথম ভোটার, বয়স ১২৪! বিহারের গাঁয়ের বধূর গল্পে তোলপাড় রাজনীতি, কে এই মিন্তা দেবী?
মাত্র একটি শূন্যের গোলমালে ‘ঠাকুমা’ হয়ে গিয়েছেন মিন্তা দেবী।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৯:১৪
Share:
Advertisement
ছিল রুমাল হয়ে গেল বিড়াল। ছিল ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাঁক্পেঁকে হাঁস। তেমনই একটি শূন্যের গোলমালে— গোলমাল হ্যায় ভাই সব গোলমাল! যে গোলমালের কেন্দ্রে বিহারের সিওয়ান জেলার মিন্তা দেবী। দেশের রাজনীতিতে ঝড় তুলেছে বিহারের গাঁয়ের বধূর গল্প।