নন্দরাম মার্কেট, কুন্দলিয়া বিল্ডং, শিবালিক, স্টিফেন কোর্ট, গার্ডেনরিচ কিংবা বাঘাযতীন। যেখানেই বাড়ি ভাঙার দরকার পড়ে, পুরসভার তরফ থেকে ডাক পড়ে বিজয় সাউয়ের। বাবা পিডব্লিউডির কন্ট্রাক্টর। ছোটবেলায় বাবার সঙ্গে বেরিয়ে পড়তেন বিজয়। বাবা কাজ করতেন, মন দিয়ে সব খুঁটিনাটি লক্ষ করতেন বিজয়। বাবার থেকেই বাড়ি ভাঙার কাজ শেখা। ক্লাস নাইনের পর আর পড়ায় মন বসেনি। ১৯৮৯ সাল। পাকাপাকি ভাবে বাড়ি ভাঙার কাজ শুরু করেন বিজয়। চার দশক পেরিয়ে গেল, এখনও বাড়ি ভাঙছেন বিজয়। হাজারের বেশি বাড়ি ভেঙে রেকর্ডও গড়েছেন। এখনও নট আউট বিজয় সাউ। আসলে কঠিন কাজে যে তাঁরই খোঁজ পড়ে।