যত কাণ্ড দ্বারভাঙায়! ‘এক ভোটার এক ভোট’। ভোটারের অধিকার রক্ষার দাবি। পথে রাহুল গান্ধী। পাল্টা কটাক্ষ বিজেপি’র। বলছে, এ আসলে অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা। এরই মধ্যে নতুন বিতর্ক। অভিযোগ, প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মায়ের উদ্দেশে আপত্তিকর শব্দ প্রয়োগ কংগ্রেস সমর্থকদের। বচসা, সংঘর্ষ কংগ্রেস সমর্থকদের। তাণ্ডব বঙ্গের প্রদেশ কংগ্রেস সদর দফতরেও।