এই প্রস্তাব নতুন নয়। ২০২০ সালে একই প্রসঙ্গ পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। পরবর্তী সময়ে এই দাবিতে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীও। তবে শীর্ষ আদালত শব্দ দু’টি বাতিলের আবেদন খারিজ করে। সেই তর্ক ফের ফিরেছে ২০২৫-এ। এ বার বিল পেশ করে দাবি পোক্ত করলেন বিজেপি সাংসদ।