রাহুল গান্ধী বলছেন, ভোট গিয়েছে চুরি। তথ্য়-প্রমাণ দিয়ে জনতার সামনে তুলে ধরেছেন নির্বাচন কমিশনের ‘কারচুপি’। পাল্টা হলফনামা জমার ‘বোমা’ ফেলেছে কমিশন। বিজেপির বক্তব্য, যেখানে কংগ্রেস জিতেছে, সেখানকার ভোটার তালিকা নিয়ে তো রাহুলের বক্তব্য নেই কেন! প্রিয়ঙ্কা গান্ধীদের প্রশ্ন, অভিযোগ যখন উঠেছে তখন তদন্ত না করে পাল্টা প্রত্যাঘাত কেন?