ভোটের মরসুম যত এগিয়ে আসছে, বিজেপির ‘অনুপ্রবেশ’ অভিযোগের সুরও চড়ছে। তৃণমূল পাল্টা বিজেপিকে নিশানা করার জন্য বেছে নিয়েছে রাজ্যে রাজ্যে ‘বাংলাভাষী হেনস্থা’র কথা। সম্প্রতি অসমে অনুপ্রবেশ আর জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে সে দিনই রাজনাথ সিংহ ডেকে পাঠান পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে। দুই ঘটনার মধ্যে কি কোনও সম্পর্ক আছে? কী বলছেন শমীক? বাঙালি হেনস্থার অভিযোগ নিয়েও তাঁর কী বক্তব্য? আনন্দবাজার ডট কমের মুখোমুখি বিজেপির রাজ্য সভাপতি।