CV Anand Bose Bratya Basu

পড়ুয়া স্বার্থে আচার্যই উপাচার্য: রাজ্যপাল।। চালভাজাই মুড়ি: কটাক্ষ ব্রাত্যের

আনন্দবাজার অনলাইনকে রাজ্যপাল জানান, অন্তর্বর্তিকালীন উপাচার্য না থাকলে শংসাপত্রের ব্যবস্থা করা-সহ পড়ুয়াদের জন্য জরুরি কাজে উপাচার্যের দায়িত্ব সামলাবেন আচার্যই।

প্রতিবেদন: সুদীপ্তা ও প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: সৈকত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৭
Share:
Advertisement

পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা সায়ন কর্মকারের খবর দেখিয়েছিল আনন্দবাজার অনলাইন। উপাচার্য না থাকায় পাশের শংসাপত্র পাচ্ছিলেন না সায়ন। শংসাপত্র দেখাতে পারেননি বলে আটকে গিয়েছে ডিআরডিও-র চাকরিতে যোগদান। হন্যে হয়ে রাজ্যপালের সাক্ষাতের চেষ্টা করেও বিফল হয়েছিল সায়ন। মঙ্গলবার আনন্দবাজার অনলাইন তাঁর যোগাযোগ করিয়ে দেয় রাজভবনের সঙ্গে। তার পরেই নড়েচড়ে বসে রাজভবন। বৃহস্পতিবার রাতেই রাজভবন থেকে ওই বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্যের নাম ঘোষণা করা হয়। শুধু তাই নয়, আরও এক সিদ্ধান্তের কথা জানায় রাজভবন। যে সব বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত কোনও অন্তর্বর্তিকালীন উপাচার্য নেই, সেখানে পড়ুয়াদের স্বার্থে উপাচার্যের কিছু দায়িত্ব সামলাবেন স্বয়ং আচার্য তথা রাজ্যপালই। আচার্য আদৌ পারেন উপাচার্যের ভূমিকায় অবতীর্ণ হতে? ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে শিক্ষামহলে। কী বলছেন রাজ্যপাল? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও বা কী বক্তব্য এ ব্যাপারে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement