খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় নিজেই বিয়ের ছবি দিয়েছিলেন সমাজমাধ্যমে। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় দাবি করেন, তাঁদের আইনি বিবাহবিচ্ছেদই হয়নি। শুরু হয় তরজা। মুখ খোলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরিও। ইতিমধ্যেই প্রথম স্ত্রী অনিন্দিতা আনন্দপুর থানায় অভিযোগও দায়ের করেছেন। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না হলে দ্বিতীয় বিয়ে করা যায়? কী বলছে আইন?