৩০ এপ্রিল মন্ত্রিসভার রাজনৈতিক কমিটির বৈঠকের পর জাতগণনার ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে আলাদা ভাবে নয়, আগামী জনগণনার সঙ্গেই সংগ্রহ করা হবে জাতপাত সংক্রান্ত তথ্য। কেন এত দিন পর জাতগণনার সিদ্ধান্ত? পুরনো অবস্থান থেকে সরে এসে কেন জাতগণনায় রাজি হল পদ্ম শিবির? জাতগণনা হলে কী সুবিধা? আলোচনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।