শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই তল্লাশিতে বিকাশ ভবন থেকে উদ্ধার হয় চাকরির সুপারিশের তালিকা। সিবিআই সূত্রের খবর, নথি খতিয়ে দেখেই তদন্তকারীদের একাংশের অনুমান, দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতাবালা ঠাকুর এবং শওকত মোল্লা অনেক চাকরিপ্রার্থীর নামই সুপারিশ করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। সেই সব চাকরিপ্রার্থীরও নাম রয়েছে সিবিআইয়ের নথিতে। তাঁদের মধ্যেই বেশ কয়েক জন চাকরি পেয়েছেন বলে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।