Bengal Recruitment Case

দেবরাজের বাড়িতেও তল্লাশি, নিয়োগ মামলায় সিবিআইয়ের মুখোমুখি অদিতি মুন্সীর স্বামী

পুর নিয়োগ দুর্নীতিতে বিধাননগরের কাউন্সিলর দেবরাজের বাড়িতে তল্লাশি চলছে। দেবরাজ জানান, তিনি সহযোগিতা করবেন।

প্রতিবেদন: সুদীপ্তা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
রাজারহাট গোপালপুর শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৩ ১২:২৮
Share:
Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূলের বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান চলছে। দেবরাজ তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। সকাল ৯টা ১০ মিনিটে রাজারহাটে দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের দল। যদিও সেই সময় দেবরাজ বাড়িতে ছিলেন না। তাঁর বাড়ির লোক সিবিআই গোয়েন্দাদের জানিয়ে দেন, দেবরাজ বাড়িতে নেই। এর কিছু ক্ষণের মধ্যেই দেবরাজের গাড়ি এসে পৌঁছয় তাঁর বাড়ির সামনে। সিবিআইয়ের গোয়েন্দারা তাঁকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকে যান।

উল্লেখ্য, এর আগেও একবার দেবরাজ মুখোমুখি হয়েছিলেন সিবিআইয়ের। ২০২২ সালের অক্টোবরে ভোট পরবর্তী হিংসার অভিযোগে হওয়া মামলায় তলব করেছিল সিবিআই। বৃহস্পতিবার দেবরাজের বাড়িতে হানা দিল সিবিআই। তবে সিবিআই সূত্রে খবর এই তল্লাশি পুর নিয়োগ সংক্রান্ত মামলার বিষয়ে।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু চলছে। প্রথমেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্যের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। এর পরেই বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআই। পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে এবং কোচবিহারেও সিবিআই গোয়েন্দারা তল্লাশি চালাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement