ঠাকুরপুকুরের ধারাবাহিকের সেটে এক অন্য মেজাজ। রীতিমতো বিয়ে বাড়ির তোড়জোড়। দেখতে দেখতে হাজার পর্ব অতিক্রম করল প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। খুশি পুরো পরিবার। তাই পাত পেড়ে খাওয়া দাওয়ার আয়োজন। তবে সবচেয়ে খুশি স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী। বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি খেতে বসলেন সকলে একসঙ্গে।