ভারতসেরা দল। গত বারের চ্যাম্পিয়ন। চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এ বারের সেলিব্রিটি ক্রিকেট লিগ। ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে চেন্নাই রাইনোসের সঙ্গে উদ্বোধনী ম্যাচ খেলবে বেঙ্গল টাইগার্স। তার আগে মঙ্গলবার এ বারের মতো প্রস্তুতি সেরে নিল সিসিএল চ্যাম্পিয়নরা। বেঙ্গল টাইগার্সের সঙ্গে এ বার সেলিব্রিটি ক্রিকেটে দেখা যাবে তেলুগু ওয়ারিয়ার্স, পঞ্জাব দ্য শের, মুম্বই হিরোজ়, কেরল স্ট্রাইকার্স, কর্নাটক বুলজোজ়ার্স, চেন্নাই রাইনোজ় এবং ভোজপুরি দাবাংয়ের মতো দল। দেশের সব সিনে দুনিয়ার তারকা, মহাতারকাদের নিয়েই এই প্রতিযোগিতা আয়োজিত হয়। দশ বছর পর ২০২৪ সালে প্রথমবার সেই প্রতিযোগিতা জেতে বাংলা, বেঙ্গল টাইগার্সরা।