যুবভারতীতে অব্যবস্থার অভিযোগ। নির্ধারিত সময়ের আগেই শেষ অনুষ্ঠান। চড়া দামে টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না-পাওয়ায় ক্ষোভ দর্শকদের। মাঠে ছোড়া হল জলের বোতল। গ্যালারিতে ভাঙা হল হোর্ডিং। উপড়ে ফেলা হল আসন। ফেন্সিংয়ের গেট ভেঙে শয়ে শয়ে দর্শক ঢুকে পড়লেন মাঠে। সব মিলিয়ে লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম।