স্মার্টফোন প্রজন্মকে মাথায় রেখে মিনি সোপের নতুন ট্রেন্ড, খোঁজ নিল আনন্দবাজার ডট কম
মিনি সোপ অপেরার অনেক অ্যাপ বাজারে আছে। এক মিনিটের টিজ়ার। আর তাতেই দর্শক আকৃষ্ট হয়ে অ্যাপ ডাউনলোড করছেন।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ২১:০৭
Share:
Advertisement
কাজের শেষে বাড়ি। তার পর নিজের মতো সময় কাটানো। যাকে বলে মি টাইম। একটু বিনোদন। একটু আরাম। পছন্দের গান শোনা। মোবাইলে চোখ রেখে ছোট ছোট গল্পের খোঁজ। কেননা ইদানীং মানুষের মন মজেছে শর্ট কনটেন্টে। কেমন সেই সব ছোট গল্প? খোঁজ নিল আনন্দবাজার ডট কম।