৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৮:৩৭
Share:
Advertisement
আগেই জানা যায়, চিনা যন্ত্রের মাধ্যমে নিজেদের মধ্যে সাঙ্কেতিক বার্তা আদান প্রদান করে হামলার
ছক করে জঙ্গিরা। তিন মাস পর সেই ডিভাইস ফের চালু করতেই তা তদন্তকারীদের রেডারে ধরা
পড়ে। মহাদেব পবর্তের কাছে গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অপারেশন মহাদেব।