একের পর এক জনসভায় পাকিস্তানকে আক্রমণ। উচ্চস্বরে, রীতিমতো নাটকীয় ভঙ্গিমায়। ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য প্রচারে কোনও খামতি রাখছেন না নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গে ঘুরিয়ে আগের প্রধানমন্ত্রীদের সঙ্গে নিজের তফাতের ইঙ্গিতও দিয়ে রাখছেন। সামনে একাধিক রাজ্যে বিধানসভা ভোট। তার প্রচারে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী? আগামী নির্বাচনে বিজেপির তুরুপের তাস ‘অপারেশন সিঁদুর’?