CID

‘হিসাব-বহির্ভূত সম্পত্তি’! আইপিএস দেবাশিস ধর ও তাঁর ‘ঘনিষ্ঠ’ সুদীপ্ত রায়চৌধুরীর বাড়িতে সিআইডি

সিআইডি সূত্রের খবর, কলকাতা ও সল্টলেকের মোট পাঁচ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যে রয়েছে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত আইপিএস অফিসার দেবাশিসের বাড়ি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১৪
Share:
Advertisement

হিসাব-বহির্ভূত সম্পত্তি মামলায় সিআইডি হানা। ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং আইপিএস আধিকারিক দেবাশিস ধরের বাড়ি ও অফিসে তল্লাশি সিআইডির। দেবাশিস ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। রবিবার সুদীপ্তর সল্টলেকের বাড়িতেও অভিযান চালায় সিআইডি।

সিআইডি সূত্রে খবর, কলকাতা ও সল্টলেকের একাধিক জায়গায় সিআইডি অভিযান চলছে। তার মধ্যে রয়েছে ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিসের বাড়ি ও অফিস। আয় বহির্ভূত সম্পত্তির মামলাটি প্রথম দায়ের হয় ব্যারাকপুরে কমিশনারেটে। পরে তদন্তভার নেয় সিআইডি। সেই মামলাতেই রবিবার অভিযান চালায় সিআইডি।

Advertisement

গত বছর ১০ এপ্রিল চতুর্থ দফার বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলখুচির মাথাভাঙা ব্লকের জোরপাটকির আমতলি মাধ্যমিক বিদ্যালয়ে গোলমাল চলাকালীন গুলি চালায় সিআইএসএফ। ঘটনায় চার জন নিহত হন। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস। ঘটনার তদন্তভার নেওয়ার পর দেবাশিসকে জিজ্ঞাসাবাদও করে সিআইডি। বর্তমানে কম্পালসারি ওয়েটিংয়ে আছেন দেবাশিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement