শিল্পে উৎসাহী সাধারণ মানুষ, যাঁরা ছবি, ভাস্কর্য, গ্রাফিক বা অন্য শিল্পকর্ম সংগ্রহ করতে ভালবাসেন, অথচ বড় বড় শিল্পীর কাজ ধরাছোঁয়ার বাইরে হওয়ায় সেই শখ বিসর্জন দিয়েছেন, তাঁদের কাছে নতুন করে শিল্পকে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখেছেন সিমা আর্ট গ্যালারির অধিকর্তা রাখী সরকার। খ্যাতনামীদের পাশাপাশি এমন বহু শিল্পী আছেন, যাঁদের কাজ হয়তো সারা বছর শহুরে গ্যালারিতে থাকে না। আবার বহু খ্যাতনামী শিল্পীর কাজও রাখা হয় এই মেলায়। বালিগঞ্জের সিমা আর্ট গ্যালারিতে শুক্রবার, ২৮ নভেম্বর থেকে শুরু ‘আর্ট মেলা’। বেলা ১১টা থেকে রাত ৮টা, চলবে রবিবার, ৩০ তারিখ পর্যন্ত।