Kolkata Film Festival

উৎসবের মেজাজে শহর, দেশবিদেশের ছবির সমারোহে মাতলেন সিনেপ্রেমীরা

জমে উঠেছে ছবির মেলা। নানা স্বাদের সিনেমা চেখে দেখার অপেক্ষায় চলচ্চিত্র উৎসবমুখী কলকাতার দর্শক।

প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২২ ২১:২৯
Share:
Advertisement

২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুক্রবার সকাল থেকেই নন্দন চত্বর জুড়ে সিনেপ্রেমী দর্শকের লাইন। সারা বছর ধরে অপেক্ষার পর কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসা দেশবিদেশের ছবি দেখতে মুখিয়ে দর্শক। কেউ কলেজ ছুটির পরে, কেউ বা সংসারের কাজ সামলে, কারোর আবার এ বছরই প্রথম। এ রকম নানান মুখের সমাহার উৎসবের দিনে। শুক্রবার দেখান হল ‘মিলি’। অনেক দর্শকের আকর্ষণের তালিকায় যেমন পুরনো আঞ্চলিক ছবি, যা তাঁরা আগে কখনও বড় পর্দায় দেখার সুযোগ পাননি। আবার অনেকেরই পছন্দের তালিকায় রয়েছে ইরান ও অন্যান্য দেশ থেকে আসা ছবি যা আন্তর্জালিক মাধ্যমে সহজলভ্য নয়। তবে ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখার অভ্যেস থাকলেও, সকলেই মেলার স্বাদ পেতে বেশি আগ্রহী। সঠিক সময়ে টিকিট হাতে পাওয়ার টানাপড়েন পেরিয়ে পছন্দের ছবি দেখতে প্রেক্ষাগৃহে পৌঁছতে পারবেন বলে আশাবাদী দর্শক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement