আদালতের রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়োগের প্যানেল। চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। শীর্ষ আদালতের নির্দেশ মেনে দাগি ‘অযোগ্য’দের তালিকাও প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকাভুক্তরা নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ‘অযোগ্য’দের জন্যই রাজ্য সরকার বিকল্প ব্যবস্থার খোঁজ করছে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলছেন ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীরা?