সরকারি দফতর থেকে ডিজিটাল মিটার তুলে নিয়ে স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। জেলায় জেলায় গ্রাহকদের বাড়িতে বসানো হচ্ছে স্মার্ট মিটার। তার পরেই শুরু হয়েছে বিক্ষোভ। গ্রাহকদের অভিযোগ আগের তুলনায় বিদ্যুৎ খরচ বেড়েছে। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গের জন্য ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হয়েছে। অনেকে আবার স্মার্ট মিটারে ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার আশঙ্কা করছেন।