দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কোনও সন্ত্রাসী যোগ আছে কি না, তা এখনও স্পষ্ট করে জানাননি তদন্তকারীরা। কোনও জঙ্গি গোষ্ঠী এখনও এই ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনার ঠিক আগে ফরিদাবাদের জঙ্গি-জালের হদিশ পান তদন্তকারীরা। বিস্ফোরণের গাড়িটিকেও ফরিদাবাদে দেখা যায়। দুই ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সবই এখনও তদন্তসাপেক্ষ, তবে বিস্ফোরণে ষড়যন্ত্রের আভাস স্পষ্ট করেই দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী।