রিয়ালিটি শোয়ে ‘চণ্ডালিকা’-র সঙ্গে হিন্দি গান যোগ হতেই শোরগোল। ওয়েব সিরিজ় ‘ডব্বা কার্টল’-এ সমপ্রেমের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার নিয়েও ঘোর আপত্তি। দেবব্রত বিশ্বাসের গায়নশৈলী থেকে ‘পাগলা হাওয়ার বাদল দিনে’ ফিউশনের চেষ্টা— আপত্তির ট্র্যাডিশন সমানে চলছে।