খোলনলচে বদলাচ্ছে একশো দিনের কাজ প্রকল্পের। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (২০০৫) অর্থাৎ ‘মনরেগা’ বদলে হবে বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) অর্থাৎ ‘ভিবি - জিরামজি’। তবে শুধু নাম বদল নয়। বদল প্রকল্পের কাঠামোতেও। তা নিয়েই সংসদে সরব বিরোধীরা। পাল্টা যুক্তি কেন্দ্রের শাসক দলের। কী কী বদলের প্রস্তাব প্রস্তাবিত বিলে?