দীর্ঘ আট দশক ধরে অবরুদ্ধ এক জাতির নেতৃত্ব দিয়েছেন। ৯০-এ পা রাখলেন দলাই লামা। জন্মদিনে জানালেন তাঁর উত্তরসূরী বেছে নেওয়ার কথা। তিব্বতের সর্বোচ্চ ধর্মগুরুকেই দলাই লামা নামে ডাকা হয়। কী ভাবে বেছে নেওয়া হয় তাঁকে? ১৪তম দলাই লামার মৃত্যুর পর, কী ভাবে নির্বাচিত হবেন তাঁর উত্তরসূরী? দলাই লামার ঘোষণার পরই প্রতিক্রিয়া জানায় চিন ও ভারত। দু’দেশের সম্পর্কে ফের টানাপড়েন শুরু হবে ১৫তম দলাই লামার নির্বাচনকে ঘিরে?