বিপর্যয়ের তিন-চার দিনেই দার্জিলিঙে আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ৫০-৬০ কোটি টাকার। ভেঙেছে দুধিয়া সেতু। বিপর্যস্ত মিরিক। বন্ধ একাধিক রাস্তা। টিকিট কাটা সত্ত্বেও তাই দার্জিলিঙে যাবেন কি না, তা নিয়ে এখন দ্বিধায় পর্যটকেরা।