অগস্ট থেকে আরও একটা অগস্ট বাংলাদেশের দোরগোড়ায়। অন্তর্বতী সরকারের শাসনকালের প্রায় এক বছর। তাই আর বিলম্ব নয়। নির্বাচন করিয়ে নির্বাচিত সরকারের হাতে বাংলাদেশের দায়িত্ব সঁপে দিতে চান ওয়াকার-উজ-জামান। ঢাকার সেনানিবাসে অফিসার অ্যাড্রেসে ডিসেম্বরে বাংলাদেশের নির্বাচন করার কথা বলেন সেনাপ্রধান। বুধবার নয়াপল্টনের সমাবেশে থেকে একই কথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির নেতা তারেক রহমান। ২৪ ঘণ্টার মধ্যে জাপানের টোকিও শহর থেকে এল প্রতিক্রিয়া। নাম না করে বিএনপি-র সমালোচনা করলেন অস্থায়ী সরকারের প্রধান। বাংলাদেশের সব দল নয়, একমাত্র একটাই দল ডিসেম্বরে নির্বাচন চায়, মন্তব্য মুহাম্মদ ইউনূসের।