দীপাবলির পর দিন হাঁফ ধরেছে দিল্লির। ‘সবুজ বাজি’ ফাটানোর নির্দেশিকা ছিল শীর্ষ আদালতের। তবে সে সবের তোয়াক্কা না করেই চলেছে দেদার বাজি ফাটানো। ফলে ধোঁয়াশার পুরু চাদরে ঢেকেছে গোটা রাজধানী। তা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতর। পরিবেশ নিয়ে ভাবনা কোথায়— প্রশ্ন পরিবেশকর্মীদের।