কর্নাটকের ধর্মস্থল। দেশবিদেশের নানা ভক্তের ভিড়ে সরগরম মন্দির শহর। ইদানীং শিরোনামে গণকবরের অভিযোগে। ধর্মস্থলের প্রাক্তন সাফাইকর্মীর অভিযোগ, একশোরও বেশি মৃতদেহ পুঁতে বা পুড়িয়ে দেওয়া হয়েছে মন্দিরের আশেপাশে। অনেকেই মহিলা বা কিশোরী। দেহে শারীরিক নির্যাতনের স্পষ্ট চিহ্ন। অভিযোগকারীর দেখিয়ে দেওয়া দু’টি জায়গা থেকে মিলেছে কঙ্কালের অংশ। ধর্মস্থলে ‘হারিয়ে যাওয়া’ মেয়েদের কি তা হলে গণকবরেই ঠাঁই হয়েছিল?