গ্রামের সরল মানুষের শহুরে জটিলতার মাঝে খাপ খাওয়ানোর গল্প ‘লক্ষীকান্তপুর লোকাল’। পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ছবির অন্যান্য চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, পাওলি দাম, চান্দ্রেয়ী ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত, রাজনন্দিনী ও জন ভট্টাচাৰ্যকে। ২১ নভেম্বর মুক্তি পাচ্ছে 'লক্ষীকান্তপুর লোকাল'। ঋতুপর্ণার জন্মদিনে গঙ্গাবক্ষে ছবির গান ‘সোনা বন্ধু রে’র প্রথম প্রকাশ।