‘মন্দিরে এলে মনে জোর পাই’, প্রতি বারের মতো কালীঘাটে পুজো দিয়ে বললেন দেবাশিস কুমার
কালীপুজোয় দর্শনার্থীদের ভিড়ের চেনা ছবি কালীঘাটে। পুজো দিতে মন্দিরে মেয়র পারিষদ দেবাশিস কুমারও।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৮:০০
Share:
Advertisement
কালীক্ষেত্র কলকাতা। শক্তিপীঠের অন্যতম কালীঘাট। কলকাতা আর শাক্ত আরাধনার ইতিহাস মিলেমিশে আছে কালীঘাটে। প্রথা মেনে কালীপুজোর দিন দেবীর পূজা মহালক্ষ্মী রূপে। সেই আয়োজন সারা। দীপান্বিতা অমাবস্য়ায় কালীঘাটে পুজো দিতে সমাগম বহু মানুষের।