সন্ধে নামলেই ঝলমল করে ওঠে মধ্য কলকাতার এইসব অলিগলি। দীপাবলি আসছে। সেজে উঠেছে চাঁদনি চকের আলোর বাজার। হাল ফ্যাশনের রকমারি এলইডি থেকে মাটির প্রদীপ, মোমবাতি— কী নেই! আলোর উৎসবের আগে জমজমাট চাঁদনি চকের আলোর বাজার।