বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের সাধারণ মানুষ। চিকিৎসক হয়ে তখন তিনি আর কী ভাবে বসে থাকতে পারেন! দড়িতে ঝুলে খাদ পেরিয়ে তাই পৌঁছে গিয়েছিলেন মানুষের পাশে। মোল্লা ইরফান হোসেন। নাগরাকাটা ব্লকের স্বাস্থ্য আধিকারিক।
সে দিন কিসের টানে ঝুঁকি নিয়েছিলেন? আনন্দবাজার ডট কম-এর মুখোমুখি হয়ে বললেন সে-কথা।