‘বিষাক্ত’ কাশির সিরাপে প্রাণহানি মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্রে। চিন্তায় অভিভাবকেরা। কাশির সিরাপ কি তা হলে বাচ্চাদের খাওয়ানো যাবে না? কোনটায় বিপদ আর কোনটাই বা নিরাপদ? ঘরোয়া বিকল্পের হদিশও দিলেন চিকিৎসকেরা।