শহরের পুজোর সাজ। তোড়জোর বিজ্ঞাপনের। হোর্ডিং-ব্যানারে মোড়া কলকাতার চেনা চালচিত্র। তার জন্যই যেন গাছের গায়ে হাত তোলা। গাছের ক্ষতে কতটা ক্ষতি শহরের? উদ্বেগ পরিবেশকর্মীর। নজর রাখছে প্রশাসন।