খাটো পোশাক পরে মহিলারা আর যেতে পারবেন না মন্দিরে। সিদ্ধান্ত নিয়েছে মহাকাল মন্দির কর্তৃপক্ষ। এক কালের সাহেবদের শহর দার্জিলিং, হঠাৎ এমন গোঁড়া হয়ে উঠল কেন? প্রশ্ন উঠেছে। মন্দির কর্তৃপক্ষের দাবি, অনেকের আপত্তির জেরেই এই সিদ্ধান্ত। খাটো পোশাক পরা পর্যটকদের যাতে ফিরে যেতে না হয়, তাই নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থাও। তবে তাতে বিতর্ক থামছে না।