একশো পার। মল্লিক বাড়ির পুজোয় জারি যৌথতার উদ্যাপন। বনেদিয়ানা। আভিজাত্য। আরাধনা। তারকা সমাবেশ। ঘরোয়া পরিবেশ। মল্লিক বাড়ির পুজোর মেজাজ অন্য রকম। চলছে অঞ্জলি, খাওয়া-দাওয়া। আছেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক। ছেলে কবীরকে শাঁখ বাজাতে শেখালেন কোয়েল। কোলে কোলে ঘুরল কোয়েল-কন্যা একরত্তি কাব্য।