কষ্টিপাথরের প্রাচীন দুর্গামূর্তি, হালদার বাড়িতে নিরঞ্জন নয়, দশমী পালন হয় বিশেষ রীতিতে
বাগবাজার হালদার পরিবারের বক্তব্য, তাদের ঠাকুরদালানে নিত্য পূজিত এই মহিষাসুরমর্দিনী মূর্তি পাল যুগের ভাস্কর্য।
আনন্দবাজার ডট কম প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৫:৩৪
Share:
Advertisement
বাগবাজারের গলির মধ্যে হালদার পরিবারের বাড়ি। সেখানে নিত্য পুজো পান দুর্গা। কষ্টিপাথরের মূর্তি। পরিবারের দাবি, এ প্রতিমা পাল যুগে তৈরি। দশমীতে নিরঞ্জনের প্রশ্নই ওঠে না। কিন্তু বিশেষ রীতি মেনে দুর্গাকে বিদায় জানানো হয় এ বাড়িতে।