সুকিয়া স্ট্রিট। কলকাতা উত্তরের পরিচিত প্রাচীন সরণি। সাক্ষী বাংলা ও বাঙালির ইতিহাস, ঐতিহ্যের। এ রাস্তার পরতে পরতে রামমোহন, বিদ্যাসাগরের স্মৃতি।
ধূসর সে-অতীত ফিরেছে রঙের উদ্ভাসে। পটচিত্রের আঙ্গিকে এ বার শহরের ইতিকথা বৃন্দাবন মাতৃমন্দিরের পুজোয়।