ডাক্তার হতে চেয়েছিল যে মেয়ে, মাত্র ন’বছর বয়সেই তার দৌড় থেমে গেল। তমন্না খাতুন। কালীগঞ্জ উপনির্বাচনের ফল বেরোনোর দিন, বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় তার শরীর। পরিযায়ী শ্রমিকের বাড়ির দাওয়ায় পৌঁছয় না এ বারের উৎসবের সুর। মায়ের পুজোয় মাতে বাংলা। আর এক মায়ের দিন কাটে চোখের জলে। মেয়ের স্মৃতি আগলে। আনন্দবাজার ডট কম-এর বিশেষ প্রতিবেদন, ‘মায়ের পুজো’।