মিড ডে মিলে ডিম উধাও! মধ্যপ্রদেশ, গোয়ার পর এ’বার মহারাষ্ট্র। তিন রাজ্যেই বিজেপির ডবল ইঞ্জিন সরকার। মহারাষ্ট্রের শিক্ষা দফতর এক নির্দেশিকায় জানিয়েছে, সরকারি স্কুলের মিড-ডে মিলে ডিম ও চিনির জন্য এ বার থেকে অর্থ বরাদ্দ করা হবে না। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।