বিরোধীদের হাতিয়ার— ভোট চুরি। কমিশনের ঢাল— হলফনামা। বিহার ভোটের আগে তুঙ্গে নির্বাচনী যুদ্ধ। তবে এ বার শাসক বনাম বিরোধী নয়। বরং কমিশন বনাম বিরোধীদের নারদ-নারদ। রাহুলের অভিযোগের পাল্টা জবাব কমিশনের। তবু কয়েকটি প্রশ্নের উত্তর যেন এখনও অধরা।