আমেরিকার টেক্সাস প্রদেশ। সেখানে মেক্সিকো উপসাগরের তীরে ইলন মাস্কের স্পেসএক্সের উৎক্ষেপণ কেন্দ্র। তাকে ঘিরেই গড়ে উঠছে নতুন শহর। নাম স্টারবেস। সম্প্রতি শহরের স্বীকৃতি পায় স্টারবেস। কিন্তু এর বিরোধী পরিবেশ কর্মী ও স্থানীয়দের একাংশ। তাদের ভাষায়, ইলন মাস্কের মতো ক্ষমতাশালীর বিরোধিতা করা আসলে ডেভিড বনাম গোলিয়াথের অসম লড়াইয়ের মতো।